
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে তার বাসভবনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
১৭ জুন, সোমবার রাত ৮টার পর একে একে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাদের মধ্যে রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
রীতি অনুযায়ী প্রতিবছর ঈদে বিএনপি নেত্রীর সাথে দেখা করেন দলের নীতিনির্ধারকরা। এসময় বিএনপি নেত্রীর শারীরিক খোঁজখবর রাখার পাশাপাশি কুশলাদি বিনিময়, দল ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন বিএনপি নেতারা।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে খালেদা কারাগারে যাওয়ার পর থেকে দল এ ধারাবাহিকতা অনুসরণ করে আসছে। ঈদের দিন গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার নিকট স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]