
মানুষকে ক্ষুধায় রেখে আওয়ামী লীগ ফুর্তি করতে ভালোবাসে’ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মানুষের পকেট কেটে অনাহারে রেখে আওয়ামী লীগ ফুর্তি করতে ভালোবাসে। ১৯৭৪ সালেও মানুষকে কলাপাতা চিবিয়ে খেতে দেখেছি। ওরা মানুষের হাহাকার ও খাদ্য নিয়ে রসিকতা করে। খবরের কাগজে পড়ছি কোনো রকমে টিকে থাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে।
১ জুন, শনিবার বিকেলে বগুড়ায় শহরের শহীদ টিটু মিলনায়তনে দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব বলেন তিনি।
দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাহিনি আরব্য উপন্যাসের চেয়েও রোমাঞ্চকর বলে মন্তব্য করে রিজভী বলেন, শুনছি বেনজীর নাকি দেশছেড়ে তার সব টাকা নিয়ে চলে গেছেন। তিনি সরকারি কর্মকর্তা হয়ে লিমিটেড বেতনে কীভাবে ৯০০ বিঘা সম্পত্তি কিনেছেন? তার গল্প আরব্য উপন্যাসকেও পরাজিত করেছে।
রুহুল কবির রিজভী আরো বলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার দেশের বাইরে গিয়ে খুন হলেন। একজন সোনা চোরাকারবারি কীভাবে এমপি হন? আবার এমপি হওয়ার তকমা থাকলেও টুকরা টুকরা করে তার মরদেহ খালে ফেলা হয়েছে। কোথায় তার নিরাপত্তা? কীভাবে তার সঙ্গে চোরাকারবারিদের সখ্য হয়?
এছাড়া কাঁচাবাজারে লাগামহীন দাম বৃদ্ধিরও সমলোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা।
আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশাসহ দলটির শীর্ষ নেতাসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]