ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে জাসদের বিক্ষোভ মিছিল
প্রকাশ : ০৯ মে ২০২৪, ২০:২৮
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে জাসদের বিক্ষোভ মিছিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের জনগণের উপর আমেরিকা সমর্থিত ইসরায়েলি নির্বিচার বর্বরতম গণহত্যা বন্ধ, জাতিসংঘের ফিলিস্তিনের দখলকৃত ভূমি থেকে ইসরায়েলিদের সরে যাওয়া ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বাস্তবায়নের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


৯ মে, বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ চত্বরে সমাবেশ শেষে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়ক প্রদক্ষিণ করে।


জাসদ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, রোকনুজ্জামান রোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, মুহাম্মাদ সামসুল ইসলাম সুমন, ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, যুব জোটের সহ-সভাপতি শুভংকর দেব বাপ্পা, ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।


এসময় বক্তারা বলেন, জাসদ বরাবরই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পক্ষে প্রকাশ্যে বলিষ্ঠ অবস্থান বজায় রেখেছে। তারা, ফিলিস্তিনের পক্ষে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।


এসময় উপস্থিত ছিলেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, সহ-সম্পাদক ধীমান বড়ুয়া, জাসদ ঢাকা মহানগর পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক আশেক এলাহী, যুব জোট সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব শামীম, ছাত্রলীগ (ন-মা) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com