
ফেনী জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টায় পরশুরাম উপজেলার নিজ বাসভবনে ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোশারফ হোসেন।
শোক বার্তায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে জাসদ নেতৃবৃন্দ বলেন, মোশারফ মৃত্যুর আগপর্যন্ত এ দেশের মানুষের মুক্তি ও ভাগ্য পরিবর্তনের জন্য লড়াই করে গেছেন। তিনি, সামরিক শাসন বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সুশাসনের জন্য সংগ্রামের এক আপোষহীন যোদ্ধা ছিলেন। তার অভাব দীর্ঘদিন অপূরণীয় থাকবে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় পরশুরাম হাই স্কুল মাঠে নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার জানাজার সময় উপস্থিতি থাকবেন।
মোশারফ হোসেন, ছাত্রাবস্থায় বৈজ্ঞানিক সমাজতন্ত্র বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের সাথে ছাত্ররাজনীতি শুরু করেছিলেন। ছাত্রলীগের উপজেলা—জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন। তিনি, জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের ফেনী জেলার সভাপতি ও যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। দুর্দিনে জাসদের এ নিবেদিত প্রাণ সংগঠক মোশারফ হোসেন মৃত্যুর সময় পর্যন্ত ফেনী জেলা জাসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]