
প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া সাত মামলায় জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।
১৪ মার্চ, বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস্-সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার ঘটনা ঘটে। সেসময় তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ২টি ও পল্টন থানার ৫টি মামলা হয়।
মামলাগুলোয় হাইকোর্ট থেকে আগাম জামিন পান নিপুন। তবে, জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ নিম্ন আদালত থেকে আবার জামিন নিলেন তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]