
নিত্যপণ্যের আকাশচুম্বী দাম নিয়ে মন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (৮ মার্চ) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
মঈন খান বলেন, নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যখন দিশেহারা, তখন সরকারের মন্ত্রীরা এসব নিয়ে তামাশা করছে।
বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে এরপর তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে দেশে গণতন্ত্র ফিরে আসুক সরকার এটা কখনোই চায় না। অবৈধভাবে ক্ষমতা দখল করার পরও বিএনপির নেতাকর্মীদের উপর নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার। এসব করে বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না।
খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ দাবি করে মঈন খান আরও বলেন, ভয় পেয়ে খালেদা জিয়াকে এখনও আটকে রেখেছে সরকার।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]