বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ভারত: গয়েশ্বর
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৬:৫২
বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ভারত: গয়েশ্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারত শ্রীলঙ্কাকে ধ্বংস করে এখন বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে। ভারত পার্শ্ববর্তী দেশগুলোতে গণতন্ত্র চায় না।


৭ মার্চ, বৃহস্পতিবার ডিআরইউতে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ১৮তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।


তিনি বলেন, আওয়ামী লীগ ৯ পার্সেন্ট জনগণের সরকার, বিদেশিদের স্বার্থ রক্ষা করেই দলটি ক্ষমতায় টিকে আছে।


অনুষ্ঠানে আওয়ামী লীগ বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে সরকারি দল, বিরোধী দল সবই এখন আওয়ামী লীগের।


ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com