
জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনও কারও পার্পাস সাফ করে নাই। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি।
৩ ফেব্রুয়ারি, শনিবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির বনানী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মুজিবুল হক চুন্নু বলেন, যে যতই গালি দিক গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এখন বিরোধী দলীয় নেতা।
তিনি আরও বলেন, এই পার্লামেন্টে বিরোধী দল কি তা দেখিয়ে দেওয়া হবে। সরকারের ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্য যা যা করার তাই করা হবে। সংসদে সরকারের সমালোচনা সাহসের সঙ্গে করা হবে। সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে। যারা নির্বাচন বর্জন করেছে, তারাই জাপার কিছু লোককে উস্কানি দিচ্ছে। সংখ্যা বড় নয়, বড় হলো আন্তরিকতা।
দল থেকে কিছু নেতা-কর্মীকে অব্যাহতি ও কেন্দ্রীয় কার্যালয় দখলের প্রসঙ্গে জাতীয় পার্টি মহাসচিব বলেন, দলীয় সদস্য যারা নয়, যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা কেন্দ্রে গিয়ে ফুল দেয় এবং সংবাদ সম্মেলন করেন। দল থেকে অব্যাহতি দেওয়া লোকগুলো নিউজ করার জন্য শুক্রবার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কার্যালয় দখলের কথা বলেছেন। আসলে এটি কোনো দখল নয়। চোরের মত এসে পালিয়ে গেছে।
চুন্নু বলেন, একটি পার্টি চলন্ত ট্রেনের মতো, জাপার চালক ঠিক আছে, মাঝে মাঝে খারাপ যাত্রী উঠলে তাদের বাদ দেওয়া হয়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]