আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে: ফারুক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০
আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে: ফারুক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, হতাশা কাটিয়ে শিগগিরই আন্দোলন শুরু হবে। আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে।


৩ ফেব্রুয়ারি, শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।


জয়নুল আবদিন ফারুক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কারাগারে রয়েছেন। এছাড়া তারেক রহমান রয়েছেন বিদেশে। এ অবস্থায় মাঠের কর্মীরা কিছুটা হতাশ। তবে হতাশা কাটিয়ে শিগগিরই আন্দোলন শুরু হবে।


তিনি আরও বলেন, এজন্য সমমনাদের নিয়ে যুগপৎ আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে। বিএনপিকে দুর্বল বলবেন না, সরকারেরই পায়ের নিচে মাটি নেই।


বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আন্দোলনেই সরকার পতন হবে। দেশটা আওয়ামী লীগের একার না, অক্ষরে অক্ষরে হিসাব নেওয়া হবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com