‘দ্বিতীয়বার সম্মেলনের’ তারিখ ঘোষণা রওশনপন্থিদের
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৬
‘দ্বিতীয়বার  সম্মেলনের’ তারিখ ঘোষণা রওশনপন্থিদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দলের নতুন চেয়ারম্যান ও মহাসচিব ঘোষণার একদিন পরই আগামী ২ মার্চ জাতীয় সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে পুরোনো কমিটি বাদ দিয়ে নতুন কমিটিকে আমলে নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের অনুসারী নেতাকর্মীরা। এ নিয়ে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সম্মেলন ডাকলেন রওশনপন্থিরা।


তাদের দাবি, নিয়ম মেনেই দায়িত্ব তারা নিয়েছেন। তাই মুজিবুল হক চুন্নুর বক্তব্য আমলে নিচ্ছেন না তারা।


২০২২ সালের ২৬ নভেম্বর ‘দলের দশম জাতীয় সম্মেলন’ ডেকে ৩০ অক্টোবর ওই সম্মেলন থেকে সরে আসেন জাতীয় পার্টির রওশন অংশের নেতাকর্মীরা। ওই সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিলেন সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ্।


যদিও বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত রওশন অংশের নেতাকর্মীদের নতুন সম্মেলনের তারিখ ঘোষণার সময় গোলাম মসিহকে দেখা যায়নি। তবে রওশন গ্রুপের মহাসচিব কাজী মামুনুর রশীদ, এরশাদের সাবেক প্রেস সচিব সুনীল শুভরায়, সা’দ এরশাদ এমপি এসময় উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আগামী ৯ মার্চ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু তার আগে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আমরা আমাদের সম্মেলন করার তারিখ নির্ধারণ করেছি।


কাজী মামুন দাবি করেন, জাতীয় পার্টি থেকে জিএম কাদের যাদের অব্যাহতি ও বহিস্কার করেছিলেন, সেসব নেতাকে রওশন অংশে জায়গা দেওয়া হয়েছে।


তিনি জানান, ৩ ফেব্রুয়ারি জাতীয় ছাত্র পরিষদের সভা ডাকা হয়েছে মোহাম্মদপুরে।


দ্বিতীয়বার সম্মেলন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানান গোলাম মসিহ্। তিনি বলেন, এই সম্মেলনে আমার সম্পৃক্ততা নেই।


প্রসঙ্গত, বিরোধীদলীয় হিসেবে রওশন এরশাদের মেয়াদের অবসান হওয়ায় ‘রাজনৈতিক সচিব’ হিসেবে গোলাম মসিহের দায়িত্বও অবসায়ন হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com