
গ্যাসের মিটার ভাড়া বৃদ্ধির তীব্র সমালোচনা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,
জনগণের ভোটে গেলে গ্যাসের দাম না বাড়িয়ে কমানোর চিন্তা করতো সরকার। অযৌক্তিক কারণে মিটার ভাড়া খরচ দ্বিগুণ করা হয়েছে।
তিনি বলেন, সাত জানুয়ারির নির্বাচনের সার্কাসের শাস্তি হিসেবে জনগণের গ্যাসের মিটারের ভাড়া দ্বিগুণ করা হয়েছে। মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ। অবাধ লুণ্ঠনের উদাহরণ পৃথিবীতে বিরল।
৩১ জানুয়ারি, বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তার অভিযোগ, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণের আন্দোলনকে দমিয়ে রাখা হচ্ছে। দলীয় ক্যাডার সিন্ডিকেটের খরচ জোগাতে রাষ্ট্রীয় কোষাগার শূন্য করছে সরকার। রাষ্ট্রীয় শক্তিকে নিয়ন্ত্রণে নিয়ে ধরাকে সরা জ্ঞান করছে সরকার।
তিনি বলেন, মিথ্যা-বানোয়াট কথা বলার জন্য আ. লীগ মন্ত্রীদের পুরস্কার দেয়া যেতে পারে। কত হাজার কোটি আত্মসাতের পর দুর্নীতি হিসেবে গণ্য করা হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য প্রমাণ করে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে।
রিজভী বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা মিথ্যা সাজানো শাহজাহান ওমরের বক্তব্যে স্পষ্ট।
কালো পতাকা মিছিলে পুলিশ অতর্কিত হামলা করেছে নেতাকর্মীদের পুলিশ এমন অভিযোগ করে তার প্রতিবাদ জানান রিজভী।
তিনি বলেন, কালো পতাকা মিছিল থেকে সারাদেশে বিএনপির একশর বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। ৪৫৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
সরকার বলে বেড়ালেও উপজেলা নির্বাচনে নেতাকর্মীদের আগ্রহ নেই আন্দোলনেই উদ্যমী উল্লেখ করে রিজভী আরো বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে পরিণতি কি হবে সেটা জেনেই অবাধ-সুষ্ঠু নির্বাচন দেয় না সরকার। সত্য ন্যায়ের পক্ষে যারা কথা বলে তাদেরই বিএনপির দোসর হিসেবে প্রচার করছে আওয়ামী লীগ।
বিবার্তা/রুবেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]