
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের খেলা শেষ। আর পাঁচ বছর পর নির্বাচন হবে। এবার খেলা হবে রাজনীতির। বিএনপি এক দফা ভুয়া, বিএনপি ভুয়া।
১০ জানুয়ারি, বুধবার বিকেল সাড়ে তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।
জনসভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশ রূপান্তরের রূপকার, আমাদের পূর্ব পৃথিবীর সূর্য, আমাদের আশার বাতিঘর, আমাদের দুরন্ত সাহসের প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবের বীর কন্যা শেখ হাসিনা।
জনসভা উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি প্রমুখ উপস্থিত আছেন।
এর আগে জনসভায় অংশ নিতে বেলা ১২টা থেকে মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বিবার্তা/সোহেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]