
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
১০ জানুয়ারি, বুধবার বিকেল আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভা শুরুর কথা রয়েছে। জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পূর্ব পাশে নির্মিত করা হয়েছে বিশাল জনসভা মঞ্চ। ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে জনসভায় অংশ নিতে বেলা ১২ টা থেকে মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতা-কর্মীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার মধ্য দিয়ে দলটি ভোট জয়ের উদ্যাপন করছে।
বিবার্তা/সোহেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]