
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিতে মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
১০ জানুয়ারি, বুধবার দুপুর আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভা শুরুর কথা রয়েছে।
জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতা-কর্মীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার মধ্য দিয়ে দলটি ভোট জয়ের উদ্যাপন করছে।
বিবার্তা/সোহেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]