
নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে পেরেছি। আশা করি এই নির্বাচনে নৌকা মার্কাই জয়ী হবে।
৭ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় তেজগাওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববাসী জনগণের বিজয় প্রত্যক্ষ করবে। এ আনন্দঘন ঐতিহাসিক ক্ষণে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সকল ভোটার বিশেষত নারীসহ নতুন প্রজন্মের ভোটার ভয়ভীতি মোকাবেলা করে নির্বাচনে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানাচ্ছি। সুষ্ঠুভাবে সম্পাদন ও জনমত গঠনে যে সাংবাদিকরা দিনরাত্র পরিশ্রম করেছেন আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। পৌষের শীত উপক্ষো করে ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দমত প্রার্থীদের ভোট দিয়েছেন।
কাদের বলেন, নির্বাচন কমিশনার বলেছেন ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে।
বিবার্তা/সোহেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]