
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।
রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমি আশা করছি।
তিনি আরও বলেন, অভূতপূর্ব, সুষ্ঠু, সুন্দর পরিবেশ। ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি।
ভোটারদের উদ্দেশ্যে নানক বলেন, ভোটারদের বলব, ভোটকেন্দ্র আসুন, ভোট দিন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বেড়ে যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধীতা করছে তারা গণতন্ত্রের বিরোধীতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]