
নাগরিকদের নিরাপত্তায় যা যা করা দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
৬ জানুয়ারি, শনিবার বিকেল ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের দেখতে যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আহতদের দেখা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা বলেন।
বিপ্লব বড়ুয়া বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যারা আগুন দিয়েছে তাদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তায় যা যা করা দরকার প্রধানমন্ত্রী তা করার নির্দেশনা দিয়েছেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সোহেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]