
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এবং সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর জুরাইন ও দোলাইপাড়ে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।
২ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে নেতাকর্মীরা দোলাইপাড় মোড় থেকে শুরু করে জুরাইন রেলগেইট পর্যন্ত জনসাধারণের মাঝে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।
ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বায়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে লিফলেট বিতরণ কর্মসূচি কদমতলী থানা বিএনপি নেতা মমিন আলী, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার, হাসান আলী লোকমান, ৫১নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মমিন মিয়া, মির্জা খালেক লিটন, ৫৪নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক পিন্টু চৌধুরী, দুলাল মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রুবেল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]