
খুলনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেনকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের আপিল বেঞ্চ, চেম্বার বিচারপতির আদেশ বাতিল চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে ২১ ডিসেম্বর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে তার প্রার্থিতা বাতিল করেন। এরপর চেম্বার জজের রায়ে মনোনয়নের বৈধতা ফিরে পান শেখ আকরাম হোসেন।
রায়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য শেখ আকরাম হোসেনের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দ করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়ার জন্য নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার খুলনাকে নির্দেশ দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। ঋণ খেলাপির অভিযোগে খুলনা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে তিনি আপিল করেন। সেখানেও তার প্রার্থিতা বাতিল করা হয়। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
২১ ডিসেম্বর সকালে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করলেও চেম্বার জজ আদালতে তিনি তার প্রার্থিতা ফিরে পান। খুলনা—৫ আসনে বর্তমানে ৪ জন প্রার্থী রয়েছেন নির্বাচনী মাঠে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]