কর্মসূচির আড়ালে বিএনপির গুপ্ত হামলার পরিকল্পনা: কাদের
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৩:১০
কর্মসূচির আড়ালে বিএনপির গুপ্ত হামলার পরিকল্পনা: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লিফলেট বিতরণের মতো লোক দেখানো কর্মসূচির আড়ালে বিএনপি গুপ্ত হামলা এবং ভয়ংকর নাশকতার পরিকল্পনা করছে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।


মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, ব্যক্তির সামাজিক অবস্থানের কারণে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। ড. ইউনূসকে আওয়ামী লীগ নয়, সাজা দিয়েছেন আদালত।


নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে জনগণের যে অংশগ্রহণ তাতে এটা স্পষ্ট যে, ৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।


‘অথচ বিএনপি এবং তাদের দোসররা একতরফাভাবে বিরোধিতা করছে। বিএনপি লিফলেট বিতরণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড যেটাই করুক না কেন নির্বাচন থেকে পেছানোর কোনো সুযোগ নেই’, যোগ করেন ওবায়দুল কাদের।


প্রসঙ্গত, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সোমবার (১ জানুয়ারি) ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দেন শ্রম আদালত। যদিও রায় ঘোষণার ৫ মিনিটেই তাদেরকে আপিলের শর্তে জামিন দেন আদালত।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com