স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিব-জহিরসহ ১৬ জনকে ২ বছর ৩ মাসের সাজা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১৪
স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিব-জহিরসহ ১৬ জনকে ২ বছর ৩ মাসের সাজা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরউদ্দিন তুহিনসহ ১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলায় সাজা ঘোষণা করেছেন আদালত।


২৬ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকার সিএমএম আদালত ২০১৮ সালের রমনা মডেল থানার একটি নাশকতার মামলায় প্রত্যেককে দুই বছর তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।


রাজিব আহাসনের বিরুদ্ধে এর আগে পৃথক দুই মামলায় আরো চার বছরের সাজা ঘোষণা করেছেন আদালত। সবমিলিয়ে ছয় বছর তিন মাসের কারাদণ্ড হয়েছে তার। জহিরউদ্দিন তুহিনের বিরুদ্ধে এটাই প্রথম মামলার রায় বলে জানা গেছে।


রাজিব আহসান বলেন, সরকারের নিয়ন্ত্রিত আদালত গায়েবি মামলার মতো গায়েবি সাজা দিচ্ছেন। এতে তাদের চলমান আন্দোলনে কোন প্রভাব ফেলবে না। এই মাফিয়া সরকারের পতন না ঘটলে এরকম আরো অনেক মামলায় সাজা ঘোষণা হবে। কেউ রক্ষা পাবে না। তাই সুদিনের জন্য তারা রাজপথে সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলবেন। জনতার সম্মিলিত প্রতিরোধে এই সরকারকে পালাতে বাধ্য করা হবে।


বিবার্তা/রুবেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com