অবরোধের সমর্থনে গুলশানে মশাল মিছিল
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ২১:৪০
অবরোধের সমর্থনে গুলশানে মশাল মিছিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।


১১ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় গুলশান ১ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে মশাল মিছিল করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, সাইফুল ইসলাম সিয়াম, মো. সুরুজ মন্ডল, মো. মহিউদ্দীন, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মো. সালাউদ্দীন, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, রাকিবুল হাসান পলাশ অয়ন, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, তন্বী মল্লিক, এম এম মারুফুল ইসলাম, মৃধা মো. মাসুদ রানা, মৌসুমী হক মৌ, মো. হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. মিনহাজুল আবেদীন নান্নু, কবির হোসেন ফকির, ফজলুল হক নিরব, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান,আব্দুল্লাহ আল মনসুর কমেট, সৈয়দ নাজমুল ইসলাম বাহার, মো. গোলাম মোস্তফা,শফিকুল ইসলাম পিংকন।


এছাড়া ক্রীড়া সম্পাদক ওমর ফারুক মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক জি এম ফখরুল হাসান, যোগাযোগ সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, অর্থ সম্পাদক রিয়াজ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজুল হাসান বাপ্পী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তানভীর আহমেদ তানু, বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক আরিফ আহমেদ রনি, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান, সহ-আপ্যায়ন সম্পাদক ফকির ইব্রাহীম, কেন্দ্রীয় সদস্য কাজী আজহার হোসেন, আমির হামজা রাজু, ছাত্রনেতা আবু তালেব এবং তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম সিদ্দিকী টিটুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।


এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. মশিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, বিজয় একাত্তর হলের সিনিয়র সহসভাপতি মো. সাইফ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান তুহিন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মারুফ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক আব্দুল জলিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মাহমুদুল হাসান আকাশ, ইস্তিয়াক আহমেদ রাব্বি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ছাত্রদলের সদস্য সচিব আশিক ইলাহি, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সহসভাপতি আবদুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক সবুজ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মাহমুদ ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান মামুন, ছাত্রনেতা নাঈম পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেতা আসিফ হোসেন মানিক, গুলশান থানা ছাত্রদলের ছাত্রনেতা জাহিদুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের অধীনস্ত সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু সালেহ যোবায়ের প্রমুখ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com