
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৯ নভেম্বর, বুধবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর সাইফুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার ইন্সপেক্টর মো. সোহেল সারোয়ার আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী, সাজ্জাদ হোসেন, জিল্লুর রহমানসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজার এলাকায় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]