দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
রাজনীতিতে আনকোরা, ব্যবসায়ী জিল্লুর পেলেন নৌকা!
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১৯:৪৬
রাজনীতিতে আনকোরা, ব্যবসায়ী জিল্লুর পেলেন নৌকা!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রাক্তন ও বর্তমান তিন সংসদ সদস্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর পৌর মেয়রসহ অন্তত ১৪ জন। তাদের ছাড়িয়ে এই আসনে নৌকার প্রার্থী করা হয়েছে ব্যবসায়ী জিল্লুর রহমানকে। স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো পদে না থেকেও 'নৌকা' বাগিয়ে নিয়েছেন তিনি।


দলের হেভিওয়েট প্রার্থীদের বাদ দিয়ে একজন ব্যবসায়ী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় হিসাব-নিকাশ মেলাতে পারছেন না স্থানীয় নেতা-কর্মীরা। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। মো. মিনহাজুল ইসলাম নাইম নামে একজন ফেসবুকে লিখেছেন, 'দুঃখিত আমরা মৌলভীবাজারবাসী আপনাকে এমপির স্থানে দেখে খুবই হতাশাগ্রস্ত।'


স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।


এছাড়াও মনোনয়ন প্রত্যাশী ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ চৌধুরী, কানাডা প্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল গাফ্ফার, শেখ রাসেল জেলা কমিটির উপদেষ্টা শিল্পপতি মো. জিল্লুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা যুক্তরাজ্য প্রবাসী টিপু আহমেদ।


জানা যায়, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমানের গ্রামের বাড়ি রাজনগরের কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে। স্থানীয় রাজনীতিতে সক্রিয় না থাকলেও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য তিনি। ব্যবসায়ী মোহাম্মদ জিল্লুর রহমান আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি। এছাড়া রাজনগরের তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া জিল্লুর রহমান এক সময়ে ফেসবুকে লিখেছিলেন, ‘মূলত আমি একজন ব্যবসায়ী। আওয়ামী লীগের কর্মী হলেও আমার রাজনৈতিক কোন উচ্চাভিলাষ নেই।’



দল মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর ফেসবুকে দু'টি ছবি জুড়ে স্ট্যাটাস দেন জিল্লুর রহমান। এর একটি ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ফুল দিচ্ছেন তিনি। আরেকটি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গ্রুপ ছবি। শেখ হাসিনা ভাষণ সমগ্র ও Speeches of Sheikh Hasina গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন শেখ হাসিনা। ওই বইয়ের সম্পাদনাকারীদের একজন জিল্লুর রহমান। এসময় তার পাশে ছিলেন তৎকালীন ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান। গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার হাবিবুর রহমান। ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য জিল্লুর রহমান।



২০২১ সালের নভেম্বরে মাসে একটি ফেসবুক পেজ থেকে জিল্লুর রহমানকে মৌলভীবাজার-৩ আসনে এমপি হিসেবে দেখতে চেয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করে জিল্লুর রহমান লিখেন- 'সতর্কতামূলক পোস্ট। কেন এই বিভ্রান্তি রটানো হচ্ছে? এদের উদ্দেশ্যে কি? মূলত আমি একজন ব্যবসায়ী তবে আমি রাজনৈতিকভাবে সচেতন এবং আওয়ামী লীগের একজন ছোট কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রেরণা এবং আদর্শ।'


একই পোস্টে তিনি দাবি করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি বানিয়েছেন। তিনি লিখেন-‌ 'খেলাধুলার প্রতি আমার আগ্রহ আছে। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি বানিয়েছেন।'


তিনি আরো লিখেন, 'গত কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খুলে বিভিন্ন ধরণের পোস্ট দিয়ে বিভ্রান্তি রটানো হচ্ছে। আমাকে রাজনৈতিক নেতা হিসেবে প্রচার করা হচ্ছে। তবে আমার রাজনৈতিক কোন উচ্চাভিলাষ নেই।'


জিল্লুর রহমানের যুবলীগে কোনো পদে আছেন কি না? জানতে চাইলে রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম বিবার্তাকে বলেন, এটা পুরোটা জানি না। জেনে বলবোনে।


মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। তিনি বিবার্তাকে বলেন, আমার জানা মতে (জিল্লুর) আওয়ামী লীগের প্রাথমিক সদস্যও না। আওয়ামী লীগের কেউই তাকে একসেপ্ট করছে না।


বিবার্তা/সোহেল/রোমেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com