বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১৬:১৭
বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পাঁচ বছর আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা বেআইনি সমাবেশ, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর ফলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।


২৭ নভেম্বর, সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। একই সাথে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত।


বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, শাহ আলম, হারুন উর রশীদ, হাবিবুরসহ প্রমুখ।


এদিন কারাগারে থাকা বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করেন পুলিশ। জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।


আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী চার্জগঠনের বিষয়টি নিশ্চিত করেন। ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে বেআইনি, পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ মামলাটি দায়ের করেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com