শিরোনাম
কুষ্টিয়া-৩ আসনে মাহবুবউল আলম হানিফকে মনোনয়ন দেওয়ায় আনন্দ শোভাযাত্রা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ২২:০৮
কুষ্টিয়া-৩ আসনে মাহবুবউল আলম হানিফকে মনোনয়ন দেওয়ায় আনন্দ শোভাযাত্রা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে পুনরায় মনোনয়ন পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।



২৬ নভেম্বর, রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পরে সংক্ষিপ্ত আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম ও তাইজাল আলী খান। আনন্দ মিছিল সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।


এছাড়া কুষ্টিয়া-১ আসনে আ.কা. ম. সরওয়ার জাহান বাদশাহ ও কুষ্টিয়া-৪ আসনে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে নিজ নিজ এলাকার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।


বিবার্তা/শরীফুল/এসবি/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com