
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
২৩ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা। পরো দুপুর ১২ টায় গাজী মেজবাউল হোসেন সাচ্চুর নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয় জিরো পয়েন্ট হয়ে পুনরায় বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয় এসে শেষ হয়।
অন্যান্যের মধ্যে মিছিলে অংশ নেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেবাশিষ বিশ্বাস, মুজিবুর রহমান স্বপন, আব্দুল আলীম বেপারী, আনোয়ারুল আজিম সাদেক, মানিক কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, শাহজালাল মুকুল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম,অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহিলা সম্পাদক অ্যাড. সালমা হাই টুনী, বন ও পরিবেশ সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল, শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক মেহেদী হাসান, মানবসম্পদ সম্পাদক অ্যাড. এম জুয়েল আহম্মেদ, ধর্ম সম্পাদক মোঃ ছাইফুর রহমান (ছিন্টু), বাণিজ্য সম্পাদক রফিকুল হায়দার ভুইয়া, উপ দপ্তর অ্যাডভোকেট মো. মনির হোসেন, রাহুল দাস, নির্বাহী সদস্য তৌহিদুর রহমান (সেলিম), মোহাম্মাদ ফয়সাল, বিভাষ বালা, মোতালেব অপু, মাখন গাইন, মোঃ বাবু মিয়া, ইঞ্জিনিয়ার মোঃ জহিরুল ইসলাম ইসহাক, আমির হোসেন, রনজিৎ রায়, শেখ সোহেল, শামীম আহমেদ, বিশ্বজিত হালদার, তারেক হাসান সরকার, অ্যাড.একেএম শরীফ উদ্দিনসহ কেন্দ্রীয়, জাতীয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী।
বিবার্তা/সোহেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]