আমরা ভাবছি না এমন অনেকেই নির্বাচনে আসতে পারেন : কাদের
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১৫:০৩
আমরা ভাবছি না এমন অনেকেই নির্বাচনে আসতে পারেন : কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করেছে। যে কারণে সারাদেশে উৎসবমুখর পরিবেশ দৃশ্যমান। নির্বাচনে এমন অনেকেই আসতে পারেন যেটা আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না। কিন্তু এসে যাবে।


২৩ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


ওবায়দুল কাদের বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগের ৩৬টি ও রংপুর বিভাগের ৩৩টি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।


জোটের দলগুলোকে আসন ছাড়ার ব্যাপারে তিনি বলেন, কার সাথে কার জোট হবে সেটা শেষ পর্যন্ত বলা মুশকিল। সময় আছে।


৩০০ আসনে পুরোপুরি একসঙ্গে মনোনয়নের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে জানিয়ে কাদের বলেন, আমরা কারো জন্য কোনো আসন রেখে বসিনি। আমরা সব আসনে মনোনয়ন দিচ্ছি। আমার ধারণা ২৫ নভেম্বর মনোনয়নের তালিকা প্রকাশ করতে পারবো।


কাদের বলেন, মনোনয়নে তরুণরা গুরুত্ব পাবে। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি জনগণের কাছে জনপ্রিয়তাকে।


বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগে দেখি কারা বিদ্রোহী প্রার্থী হয়। দেখে সিদ্ধান্ত নেয়া হবে।


সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম ও দীপু মনি উপস্থিত ছিলেন ।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com