তফশিল প্রত্যাখ্যান বিএনপির
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১৯:২৬
তফশিল প্রত্যাখ্যান বিএনপির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সুষ্ঠু নির্বাচনের কথা বলে প্রধান নির্বাচন কমিশনার জাতির সাথে মশকরা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


১৫ নভেম্বর, বুধবার সন্ধ্যায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।


এসময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে সিলেকশন ভোটের তফসিল ঘোষণা করে জাতির সঙ্গে চরম তামশা করেছেন সিইসি। নির্বাচন কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটের দিকে ফেলে দিয়েছে। এসময় তিনি এ তফসিল প্রত্যাখ্যান করেন। এই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই স্বৈরাচার সরকারের প্রধান দলদাস।


এদিকে, কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক মশাল মিছিল বের করেছে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল।


বিবার্তা/জবা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com