রাজনীতি
সংলাপের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন চান ড. কামাল
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ২১:১৬
সংলাপের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন চান ড. কামাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চান তিনি। সেটা (সংলাপ) হলে সময় বুঝে তার দল নির্বাচনে অংশ নেবে।


১৪ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিল ২০২৩ পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ঐক্যকে আরও সুসংহত করে, সবার সঙ্গে আলাপ আলোচনা করে ঐকমত্যে আসতে হবে। সবাইকে নিয়ে নির্বাচনের যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে।


তিনি বলেন, ক্ষমতার মালিক হিসেবে জনগণকে শক্ত ভূমিকা রাখতে হবে। দেশকে বাঁচাতে হলে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।


দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে দলে তরুণ কর্মীদের যুক্ত করার কথা উল্লেখ করে এই প্রবীণ আইনজীবী বলেন, ক্ষুদ্র কর্মী হিসেবে আমি দলের সঙ্গে থাকব।


এসময় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।


বিবার্তা/এলএ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com