
বাংলাদেশে অসাম্প্রদায়িক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে নিজের ভাগ্য গড়ার জন্য নয়, বরং দেশের মানুষের ভাগ্য গড়তে। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে সেই আদর্শ নিয়েই রাজনীতি করে যাচ্ছে।
১০ নভেম্বর, শুক্রবার বিকেলে কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের গুড়াঁভূই গ্রামে বাংলাদেশ ক্যাশ্যপ কল্যাণ পরিষদ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ক্যাশ্যপ কল্যাণ পরিষদের কুলাউড়া উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে উপজেলা শাখার সভাপতি সর্বময় সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহজ বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন ক্যাশ্যপ কল্যাণ পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অভিনাশ বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজেন্দ্র বিশ্বাস, রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নকুল বিশ্বাস, ক্যাশ্যপ কল্যাণ পরিষদের জুড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, শ্রীমঙ্গল শাখার সহ-সাধারণ সম্পাদক বিধান সরকার , আটপন সমাজ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি নন্দলাল বিশ্বাস প্রমুখ।
বিবার্তা/সোহেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]