বাধা উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১৯:২৪
বাধা উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি। ইতোমধ্যে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি। তবে, এখনও ডিএমপি থেকে দলটিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। অনুমতি না মিললেও দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে ভিড় জমাতে শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়াপল্টন ও আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও।


২৭ অক্টোবর, শুক্রবার বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে এ দৃশ্য দেখা গেছে।


সরেজমিনে নয়াপল্টনের রাস্তায় বিএনপির নেতাকর্মীদের ভিড় দেখা যায়। নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুলের মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তারা। এ পথের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নেতাকর্মীরা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। আর পোশাকে ও সাদা পোশাকে পুলিশ অবস্থান নিয়েছে।


নয়াপল্টনের রাস্তায় থাকা নেতাকর্মীদের রাস্তা ছাড়তে আহ্বান জানাচ্ছিলেন ইমরুল নামে দলীয় সেচ্ছাসেবক।


তিনি বলছিলেন, আপনারা রাস্তার পাশে গিয়ে দাঁড়ান। কেউ রাস্তায় ভিড় করবেন না। গাড়ি যেতে সহযোগিতা করুন।


ইমরুলের এই আহ্বানে বিএনপির এক সমর্থক বলেন, রাস্তায় দাঁড়ানোর জন্যই এখানে এসেছি। দাঁড়াব না কেন? নাম না জানা ওই ব্যক্তি এ কথা বলেই সেখান থেকে সরে যান।


এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, আমরা পল্টনের বিএনপি কার্যালয়ের সামনে লোকজন জড়ো হতে দেখেছি। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে আছি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com