রাজনীতি
দেশের মানুষ রাস্তা দখল করে ফেলেছে: আমীর খসরু
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১৪:৫৩
দেশের মানুষ রাস্তা দখল করে ফেলেছে: আমীর খসরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের ধৈর্য ভেঙে গেছে। মানুষ রাস্তায় নেমেছে। বাংলাদেশের মানুষ রাস্তা দখল করে ফেলেছে। কেউ ঘরে ফিরে যাবে না। রাজপথেই ফয়সালা হবে।


৫ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সোয়াগাজীতে পথসভায় তিনি এসব কথা বলেন।


আমীর খসরু বলেন, সরকার বিরোধী নেতাকর্মীদের হত্যা করছে। বহু মানুষকে গৃহহারা করেছে। তারপরও আমরা অসহিংস আন্দোলন করে যাচ্ছি। তারপরও যদিও দলীয় আইনশৃঙ্খলা কর্মসূচিতে বাঁধা দেওয়ার চেষ্টা করে করে তাহলে প্রতিরোধ করবো। কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না।


তিনি বলেন, আজকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করছি। এ সরকারকে বিদায় করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ভোট চুরির প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অতি শীঘ্রই ডাক আসবে। প্রস্তুত থাকুন। তখন আমাদের ঠিকানা হবে শুধুই রাজপথ।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।


এর আগে বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় খন্দকার ফুড গ্যালারি প্রাঙ্গণে (হাইওয়ে সংলগ্ন) উদ্বোধনী সমাবেশের মধ্যদিয়ে রোডমার্চ শুরু হয়।


বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য জাকারিয়া তাহের সুমন, মো. আবুল কালাম, ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, শেখ ফরিদ আহমেদ মানিক প্রমুখ উপস্থিত রয়েছেন।


বিবার্তা/এমই/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com