রাজনীতি
একদফা দাবিতে কুমিল্লায় ১২ দলের বিক্ষোভ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১৪:১০
একদফা দাবিতে কুমিল্লায় ১২ দলের বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে ১২ দলীয় জোট।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা শহরের আলেখার চর চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে রোড মার্চে অংশ নেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা ১২ দলীয় জোট নেতাদের সাথে কুশল বিনিময় করেন।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।


জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিনিয়র সহ-সভাপতি জনাব রাশেদ প্রধান।


বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান তামান্না, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীমসহ ১২ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হুদা বলেন, সারাদেশের মানুষ আজ ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমেছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে দমন-পীড়ন চালিয়ে আন্দোলন দমিয়ের রাখার অপচেষ্টা করছে। কোনো লাভ নেই, জনতার বাঁধ ভাঙা স্রোতে ভেসে যাবে সকল অন্যায় অবিচার।


তিনি বলেন, ইতিমধ্যে সরকার দলীয় নেতাকর্মীরাও বুঝে গেছে তাদের সময় শেষ হয়ে আসছে। তাই এখন সভাসমাবেশে ভাড়া করে জোর করে, চাকরি হারানোর ভয় দেখেয়ি উপস্থিত করতে বাধ্য করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে দলীয় মতাদর্শের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের। তোলা দুধে পোলা বাঁচানো যায় না। সময় থাকতে থাকতে আপোষে বিদায় নেন। নতুবা আপনাদের করুন পরিনতি দেখে গাছের পাতাও কাঁদবে।


বিবার্তা /এমই/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com