শিরোনাম
অক্টোবরে আওয়ামী লীগের ৫ কর্মসূচি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১৮:২৯
অক্টোবরে আওয়ামী লীগের ৫ কর্মসূচি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অক্টোবর মাসে পাঁচ কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার (১ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।


কর্মসূচির মধ্যে রয়েছে, সাভারের আমিন বাজারে ৩ অক্টোবর মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১০ অক্টোবর পদ্মাসেতুর রেলসেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ২৩ অক্টোবর মেট্রোরেল ও ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


এসময় দলের আহবানে যেকোনো কাজে নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে বিএনপি। তাদেরকে রাজপথে প্রতিহত করতে হবে।


এ সময় তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিলবোর্ড কিংবা পোস্টার ফেস্টুন করে প্রচারণা থেকে বিরত থাকার আহবান জানান।


বিবার্তা/সোহেল/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com