শিরোনাম
অস্বাভাবিক সরকার তৈরি করার সুগভীর ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১৭:৩৭
অস্বাভাবিক সরকার তৈরি করার সুগভীর ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি এক-এগারোর মত অস্বাভাবিক সরকার তৈরি করার সুগভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের একমাত্র টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে হটানো।


১ অক্টোবর, রবিবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণের যৌথসভার শুরুতে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, আল্টিমেটামেও বিএনপি ব্যর্থ হয়েছে। গত ১৫ বছরে অনেকবার বিএনপির হাঁকডাক শোনা হয়েছে।


তিনি বলেন, আওয়ামী লীগ শূন্যে ভেসে হাওয়ায় উড়ে কিংবা বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় বসেনি। আওয়ামী লীগ অবৈধ দল হলে তাহলে কেন খালেদা জিয়ার মুক্তির কিংবা বিদেশে পাঠানোর জন্য অনুমতি চাওয়া হয়। রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে কথা সীমারেখা মানা উচিত।


কাদের বলেন, বিএনপির বিভিন্ন সময় আওয়ামী লীগের নির্বাচনে আসন নিয়ে তিরস্কার করে সমালোচনা করেছিলো যা ছিল বিএনপির অহংকার দম্ভ।


খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, যারা জাতির পিতার হত্যাকাণ্ডের সাথে জড়িত এ ২১ আগস্ট শেখ হাসিনার হত্যার পরিকল্পনাকারী তাদের প্রতি আওয়ামী লীগের উচিত ছিল তেমন ব্যবহার দেয়া। খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন মেনে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যেতে হবে। একজন সাজাপ্রাপ্ত আসামিকে যে-সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তা মানবিকতার দৃষ্টান্তে পৃথিবীতে বিরল।


কাদের বলেন, সাভারের আমিন বাজারে ৩ অক্টোবর মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১০ অক্টোবর পদ্মাসেতুর রেলসেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ২৩ অক্টোবর মেট্রোরেল ও ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


দলের আহ্বানে যেকোনো নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে বিএনপি। তাদেরকে রাজপথে প্রতিহত করতে হবে।


এ সময় তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিলবোর্ড কিংবা পোস্টার ফেস্টুন করে প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।


বিবার্তা/সোহেল/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com