খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসা করতে দিতে হবে: ফখরুল
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭
খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসা করতে দিতে হবে: ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোন ছলচাতুরী করে লাভ নাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা ব্যবস্থা করার হুঁশিয়ারী দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিন, শুধু আমেরিকা নয়, দেশের জনগণও আপনাদের স্যাংশন দিচ্ছে, তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’


তিনি বলেন, খালেদা জিয়া অন্তত অসুস্থ, অনেক অনেক বেশি অসুস্থ, ডাক্তাররা বলেছে তার শারীরিক অবস্থা ভালো নয়, তার বাংলাদেশে আর চিকিৎসা নেই। তাকে বিদেশে না নেয়া গেলে বাঁচানো দুষ্কর হতে পারে।


২৪ সেপ্টেম্বর, বরিবার বিকেলে নয়াপল্টনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখন দেখলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জিততে পারবে না, তখনই তারা সংসদে তা বাতিল করেছে।


তিনি বলেন, আজকে গায়ের মধ্যে আগুন লেগেছে। বাইডেন সাথে সপরিবারে ছবি তুলে খুব দেখিয়েছিল। বলেছিলেন আর আমেরিকা যাবেন না, অথচ তিনি আমেরিকা থাকা অবস্থায় ভিসা নীতি কার্যকর করা হলো।


ভিসা নীতি বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য অপমানজনক। আওয়ামী লীগের জন্য তাও আমাদের দেখতে হলো বলেও মন্তব্য করেন।


কিছু কিছু পুলিশ কর্মকর্তা একটা বেআইনি সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য দমন পীড়ন করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।


বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিভিন্ন কুঞ্জে কুঞ্জে আমলারা মিটিং করে বেড়াচ্ছে-যেকোন মূল্যে গুম খুন করেও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। গুম খুন-দুর্নীতির সাথে জড়িত সরকার কর্মকর্তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এতোটা মরিয়া যে, যতটা আওয়ামী লীগও মরিয়া না।


বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আদালতে সাজা প্রাপ্ত আওয়ামী লীগের নেতারা বিদেশে চিকিৎসা করতে পারেন, তাহলে কেন খালেদা জিয়ার করতে পারবেন না?


আদালতের বিচারকদের একদিন এর হিসাব দিতে হবে। আদালতও খালেদা জিয়ার সাথে ন্যায় বিচার করছে না, নির্দয় ব্যবহার করছে।


তিনি বলেন, আমাদের আন্দোলন Do or die, খালেদা জিয়াকে জেলে রেখেও শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারবে না। এখন আমাদের সামনে যেতে হবে, প্রয়োজনে গুলি খেতে খেতেই সামনে যেতে হবে। আমরা চাইলে এখনই শেখ হাসিনার বাসভবন ঘেরাও করতে পারি। এখন আমরা জেলে যাবো না, তোমরা যারা গুম খুন টাকা পাচার করেছো, তোমরা বিদেশেতো যেতে পারবে না, তোমাদেরই জেলে যেতে হবে।


বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম খালেদা জিয়াকে এ সরকার ভয় পায়। কারণ তিনি গণতন্ত্রের কথা বলে, তাই তাকে ধ্বংস করে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে চায়।


৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেয়ার হুঁশিয়ারি দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বে কতগুলো ফ্যাসিস্ট সরকার আছে, যারা দখলদারীর মাধ্যমে -তাদেরকে স্যাংশন দেয়া হয়। আপনাদের শুধু বিচারই হবে না, বাংলাদেশের জনগণের সামনে মুখোমুখি হতে হবে।


খসরু বলেন, খালেদা জিয়া সারাজীবন কারো সাথে আপোষ করেননি, এবারও আপনাদের সাথে আপোষ করবেন না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন-অন্যথায় আপনাদের কোন রক্ষা নাই।


সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।


বিবার্তা/এমই/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com