
বর্তমান সরকার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে গণসংযোগ করছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা (অব.) মেজর মফিজুল হক।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর, পলাশবাড়ী) নির্বাচনী এলাকার দুইটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দিনরাত শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আবারও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি।
মফিজুল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকার আজ ক্ষমতায়। আজকের প্রজন্ম সত্যিকারের ইতিহাস জানে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, এক সময় গ্রামে বিদ্যুৎ ছিল না। এখন ঘরে ঘরে ফ্যান চলে, ফ্রিজ চলে। গ্রামের রাস্তা পাকা। এসব শেখ হাসিনার অবদান। বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা পাচ্ছে জনগণ শেখ হাসিনার জন্য।
১৭ সেপ্টেম্বর, রবিবার সারাদিন পলাশবাড়ী পৌর সভার বিভিন্ন হাটবাজার, পাড়া, মহল্লায় প্রচার- প্রচারণায় তিনি এসব কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর সাবেক ছাত্রলীগের নেতা জে. এ. এম জিন্নুরাইন (উল্লাস), ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. লিখন, বরিশাল আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম নয়ন, নেতা হাবিবুর মাস্টার, বাপ্পী তালুকদার, পলাশবাড়ী পৌর আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, প্রদীপ চন্দ্র মোহন্তসহ প্রমুখ।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অপচেষ্টা করা হয়েছিল। অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত, সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সে স্বপ্ন থেকে আমাদের দূরে নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছিল। দেশের জনগণ আজ বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। আজ সারা বিশ্ব এসব কর্মসূচি অনুকরণ করছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়া জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান করেন।
বিবার্তা/আনোয়ার/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]