কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন সাকিব
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩০
কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন সাকিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন আব্দুল্লাহ আল হাসান সাকিব। শনিবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক।


সাকীব সাবেক ছাত্রনেতা, পেশায় আইনজীবী। বিগত দুই বছর তিনি কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর শেষ করে তিনি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক হিসেবে অধ্যায়ন করছেন।


বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং দৃক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা খ্যাতিমান সাংবাদিক শহীদুল আলম। এসময় আরোও উপস্থিত ছিলেন, দলের মহাসচিব আবদুল আউয়াল মামুন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস, মিসেস ফোরকান ইব্রাহীম, প্রফেসর আবদুল মান্নান, ল্যা. কমান্ডার ফয়সা্ল মেহেদী, ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান, নুরুল আফসার, আলী হোসাইন, মাহমুদ খানসহ অতি: মহাসচিব নুরুল কবির পিন্টু, যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস, জাহিদুর রহামান, আবু হানিফ, অ্যাডভোকেট হাসান অন্যান্য নেতারা।


বিবার্তা/এমই/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com