বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে মডেল ইউনিট গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এস জাকির হোসাইন। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা হোয়াইট হলে উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শোক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।
তিনি বলেন, গুটিকতক বিপথগামীর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বদনাম হতে পারে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী, দেশপ্রেমিক ছাত্র রয়েছে। কিছু বিপথগামীর দায় ছাত্ররা নেবে না।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির সীমাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো বন্ড সাইন করে রাজনীতি করেননি। বেসরকারি বিশ্ববিদালয়ের ছাত্রলীগ কর্মীরাও কারো রক্তচক্ষু উপেক্ষা করবে না।
তিনি আরো বলেন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তানভির রহমান জয় এবং সাধারণ সম্পাদক সরকার রেফাত সঞ্জয়ের হাত ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এগিয়ে যাবে।
উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় প্রধান অথিথি ছিলেন মেহজাবিন খালেদ এমপি। বিশেষ বক্তা ছিলেন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তানভির রহমান জয় এবং সাধারণ সম্পাদক সরকার রেফাত সঞ্জয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাকিব হাসান সুইম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান. উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শামীম হোসেন শুভ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ওবায়েদুল্লাহ, শাকিল হাসান অন্তর, সাংগঠনিক সম্পাদক রিয়াজ, উপ-সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া বাবু. উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হুমাইরা নাজ প্রমুখ।
বিবার্তা/ইডি/ইফতি