সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করেননি। আমিই এদিনকে ছুটি ঘোষণা করেছিলাম।
এ দাবি করেছেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বৃহস্পতিবার একটি নিউজ পোর্টালের সাথে সাক্ষাতকারে এ দাবি করেন।
উল্লেখ্য, বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে আমি জন্মাষ্টমীর দিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছিলাম। এ মহৎ কাজটি করতে পেরে আজো আমি নিজেকে ধন্য মনে করি।
এরশাদের ছুটি ঘোষণার প্রতিক্রিয়ায় নাজমুল হুদা বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে আমি ছোট করতে চাই না। তাকে বিব্রত করার জন্যও বলছি না। সঠিক ইতিহাস বা তথ্যটি জানার জন্য বলছি, আমার যতদূর মনে পড়ে ১৯৯৩ সালে আমি তথ্যমন্ত্রী থাকাকালে জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করা হয়।
বিএনপির সাবেক এ নেতা বলেন, আমি তথ্যমন্ত্রী থাকার সময় হিন্দু সম্প্রদায়ের কিছুলোক আমার সঙ্গে দেখা করতে আসে এবং তারা জন্মাষ্টমীর দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানায়, তখন আমি ভেবে দেখলাম খ্রিস্টানদের বড় দিনে যদি সরকারি ছুটি থাকে, তাহলে হিন্দুদের জন্মাষ্টমীতে কেন সরকারি ছুটি থাকবে না। আমি তাৎক্ষণিক তাদের দাবি মেনে নিই। জন্মাষ্টমীর দিন সরকারি ছুটি ঘোষণা করি।
বিবার্তা/বিপ্লব/কাফী