খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে কঠোর কর্মসূচি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ১৫:৩৮
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে কঠোর কর্মসূচি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যেতে না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।


তিনি বলেন, অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য পাঠানো না হয়, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আর বসে থাকবে না। ১৯ আগস্ট আমাদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে, প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরো কঠিন কর্মসূচি আসতে পারে। এজন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।


বুধবার (১৬ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।


আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সকলকে তৈরি থাকতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। মানবাধিকার রাখতে হলে দেশনেত্রী কে বাঁচাতে হবে। আইনের শাসনকে ফিরিয়ে আনতে হলে দেশনেত্রীকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে দেশনেত্রীকে বাঁচিয়ে রাখতে হবে।


খসরু বলেন, উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বারবার অনুরোধ করা সত্যেও তারা সেদিকেই নিয়ে যাচ্ছে। যারা মিথ্যে মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করেছে। যারা তার চিকিৎসা থেকে বঞ্চিত করছেন প্রত্যেককে এর দায়ভার আগামী দিনে বহন করতে হবে।


তিনি বলেন, আজকে বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশনেত্রীকে ১০ বছরে সাজা দেওয়া হয়েছে। যখন বিচার বিভাগ রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়, মানুষের শেষ আশ্রয়স্থলের জায়গা; তখন বাংলাদেশের মানুষ আর চুপ করে বসে থাকতে পারে না।


আমির খসরু বলেন, ইনশাআল্লাহ আমরা দেশনেত্রীকে মুক্ত করব। তিনি আবার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন।


এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, ডা. রফিকুল ইসলাম, শিরীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমই/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com