নিবন্ধনের জন্য ইসিতে রিভিউ আবেদন করল এবি পার্টি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৬:৪৭
নিবন্ধনের জন্য ইসিতে রিভিউ আবেদন করল এবি পার্টি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে রিভিউ আবেদন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।


৮ আগস্ট, মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য রিভিউ আবেদন জমা দিয়েছে এবি পার্টি।


রিভিউ আবেদনে বলা হয়, নির্বাচন কমিশন এবি পার্টির দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে সঠিক আছে মর্মে চিঠি প্রদান করেছিলো এবং কমিশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন সরেজমিন যাচাই বাছাই কমিটি সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে কেন্দ্রীয় কার্যালয়, জেলা কার্যালয় সঠিক পেয়েছেন বলে চিঠির মাধ্যমে জানিয়েছেন।


এবি পার্টির সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সেই পূণঃতদন্ত কমিটির কাজেও সর্বাত্মক সহয়তা করেন এবং কমিশনের চাহিদা মোতাবেক সকল ডকুমেন্টস কমিটির নিকট হস্তান্তর করেন।


এবি পার্টি দাখিলকৃত দলিল দস্তাবেজ, পার্টির রাজনৈতিক কার্যক্রম বিবেচনায় আগামীতে একটি কার্যকর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনের নিকট দল নিবন্ধনের জন্য এই রিভিউ আবেদন দাখিল আবেদন করেন।
প্রতিনিধির নেতৃত্ব দেন এবি পার্টি'র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।


এসময় আরো উপস্থিত ছিলেন- পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, যুবনেতা হাদিউজ্জামান, নারী নেত্রী ফেরদৌসী আক্তার অপি, সুলতানা রাজিয়া, শীলা আক্তার, মিডিয়া বিভাগের সদস্য সাইফুল মির্জা, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সিসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিবার্তা/এমই/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com