শিক্ষাঙ্গনকে কিলিং স্পট হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে: ছাত্রলীগ সভাপতি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১৭:১১
শিক্ষাঙ্গনকে কিলিং স্পট হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে: ছাত্রলীগ সভাপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষাঙ্গনকে কিলিং স্পট হিসেবে ব্যবহার করার চেষ্ঠা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।


তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন। সেই শিক্ষাঙ্গনকে কিলিং স্পট হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।


২৮ জুলাই, শুক্রবার বিকাল আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের তিন সংগঠন আয়োজিত ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


সাদ্দাম হোসেন বলেন, যারা মানুষ হত্যার রাজনীতি করবে, গণতন্ত্র হত্যার রাজনীতি করবে তাদের দর্প চূর্ণ করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত আছে। যারা অনিবাচিত সরকারের দালালি করবে তাদের কালো হাত গুড়িয়ে দেয়ার ছাত্রলীগ প্রস্তুত রয়েছে।


তিবি বলেন, বাইরের দেশের দাসত্ব করতে চায়। খুনীদের রাজনীতি, জঙ্গিবাদের তোষন করার রাজনীতি এই বাংলাদেশে এ রাজনীতি আর বরদাশত করা হবে না।


রাজপথের যুবসমাজ বাংলাদেশ ছাত্রলীগ যেকোনো অপশক্তিকে রুখে দেয়ার জন্য প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি।


এর আগে বেলা ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বায়তুল মোকাররম গেটে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। সমাবেশে ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে বাসে-ট্রাকে করেও আসেন নেতাকর্মীরা।


শান্তি সমাবেশের যৌথ আয়োজন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।


শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পদাক মির্জা আজম।


এছাড়া বক্তব্য রাখবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক অফজালুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com