মুষলধারে বৃষ্টির মধ্যেই সরকার পদত্যাগের চূড়ান্ত আন্দোলনের এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলছে।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ৩টার কিছু সময় আগে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই বিএনপির সমাবেশ। বৃষ্টি হলেও সমাবেশ থেমে নেই, এরমধ্যেই বক্তব্য চালিয়ে দিতে দেখা যায় দলটির শীর্ষ নেতাদের।
এদিকে বৃষ্টি উপেক্ষা করেই শীর্ষ নেতাদের দেয়া বক্তব্য শুনছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা।
বেলা সাড়ে তিনটার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি কিছুটা কমলেও থেমে নেই। এর আগে বেলা পৌঁনে ৩টায় থেকে ৩০মিনিট মুষলধারে বৃষ্টি হয়। এখন কিছুটা কম থাকলেও এর মধ্যেই এখনো মিছিল সহকারে মহাসমাবেশে আসছে দলটি নেতাকর্মীরা।
এর আগে বেলা সোয়া ২টার দিকে আনুষ্ঠানিক ভাবে সমাবেশ শুরু হয়। সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে থাকে দলটি নেতাকর্মীরা।
বিএনপির মহাসমাবেশের সভাপতিত্ব করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিএনপিকে তাদের পছন্দের জায়গায় ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। সমাবেশের অনুমতি দেওয়ায় ডিএমপিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মহাসমাবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ডিএমপির ইতিবাচক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ।
বিবার্তা/এমই/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]