শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: তথ্যমন্ত্রী
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১৪:৪২
শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: তথ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগের তুলনায় কৃষিজমি বাড়েনি বরং কমেছে। রাস্তা সংস্কারের কারণেও কৃষিজমি নষ্ট হয়েছে। তবুও শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি আমরা।


সোমবার (৫ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি বলেছেন, বাংলাদেশ আয়তনে ছোট। সেইসঙ্গে মাথাপিছু জমিও সর্বনিম্ন। তাই এর সর্বোত্তম ব্যবহার প্রয়োজন।


পরিবেশ বিপর্যয়ের ক্ষতি থেকে বাংলাদেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, প্লাস্টিক দূষণ রোধ এবং নদী রক্ষায় সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে। তবে এক্ষেত্রে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রয়াসে পরিবেশ বিপর্যয় না ঠেকানো গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহিতা করতে হবে।


তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের অভিঘাত রয়েছে। জনসংখ্যাবহুল দেশে পরিবেশ সংরক্ষণ একটি দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে। এরমধ্যে আশঙ্কাজনকহারে বেড়েছে প্লাস্টিক দূষণ। সবাই সতর্ক ও সচেতন না হলে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com