
ঢাকা জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁও শিল্প এলাকায় ৪০৩নং প্লটে স্থাপিত নান্দনিক আধুনিক মানের দুতলা বিশিষ্ট এ ভবন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহেমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/সোহেল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]