বিএনপি জনগণের ভোটে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে না: আইনমন্ত্রী
প্রকাশ : ০২ জুন ২০২৩, ১৪:৩০
বিএনপি জনগণের ভোটে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে না: আইনমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি জনগণের ভোটে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে না; তারা জনগণের কাছে নির্বাচন করতেও আসবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।


শুক্রবার (২ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।


বাজেট প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘২০০৬-’০৭ সালে বিএনপির সাহেবরা বাজেট দিয়েছেন ৬৩ হাজার কোটি টাকা। তারা বিশ্বের দাতা দেশগুলো থেকে ভিক্ষার টাকা সংগ্রহ করে বাজেট দিতেন। আমরা ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বেশি বাজেট দিয়েছি। বিএনপির সময় বাজেটে লেখা থাকতো শতকরা ৮০ ভাগ টাকা আসবে বিদেশ থেকে। আর ২০ টাকা দিবেন দেশের জনগণ। আজকে সে চিত্র পাল্টে গেছে। আজ বলতে পারি শতকরা ৮৩ ভাগ টাকা বাংলাদেশর জনগণ দেবে এ বাজেটে। আর ১৭ টাকা আসবে বিদেশ থেকে। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, আমাদেরকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।’


বর্তমানে দ্রব্যমূল্যে নিয়ে তিনি বলেন, ‘আমরা বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পেট্রোলের দাম কমানোর চেষ্টা করছি। এখনো সরকার ১৭ হাজার কোটি টাকা দ্রব্যমূল্যের ভর্তুকি দিচ্ছে। এগুলো আমরা সমন্বয় করবো।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com