শিরোনাম
গতানুগতিক উচ্চাভিলাষী লুটপাটের ধারা অব্যাহত রাখার বাজেট: এবি পার্টি
প্রকাশ : ০১ জুন ২০২৩, ২৩:০০
গতানুগতিক উচ্চাভিলাষী লুটপাটের ধারা অব্যাহত রাখার বাজেট: এবি পার্টি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রস্তাবিত বাজেট গতানুগতিক ও উচ্চাভিলাষী, লুটপাটের ধারা অব্যাহত রাখার বাজেট বলে অভিহিত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।


বৃহস্পতিবার (১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।


প্রতিক্রিয়ায় দলের নেতারা বলেন, ‘দেশে দ্রব্যমূল্যের অসহনীয় লাগামহীন ঊর্ধ্বগতি ও যন্ত্রণাদায়ক লোডশেডিংয়ের প্রেক্ষিতে বাজেটের প্রতি জন-মানুষের কোনও আগ্রহ নেই। এবারের বাজেট বরাবরের মতোই গতানুগতিক, উচ্চাভিলাষী ও লুটপাটের ধারা অব্যাহত রাখার বাজেট।’


দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ২ জুন বিকাল ৪টায় বিজয়নগরস্থ দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে এবি পার্টি।


তারা বলেন, ‘সরকারের ভিতরে গড়ে ওঠা সিন্ডিকেটের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় এত বেড়ে গেছে যে, বাজারে গিয়ে সাধারণ মানুষের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা; বাজেটে এসব নিয়ে কোনও নির্দেশনা নাই। ডিজেল ও অকটেনের দাম কমানোর সুযোগ থাকলেও তার কোনও ইঙ্গিত বাজেটে নেই।’


‘বিদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনার কোনও সুনির্দিষ্ট প্রস্তাব নেই। লোডশেডিং বন্ধের বা বিদ্যুৎ চুরি বন্ধের কোনও পরিকল্পনার কথা নেই।’ বলে উল্লেখ করা হয় প্রতিক্রিয়ায়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com