
আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট দেশের অর্থনীতির চাকা ঊর্ধ্বমূখী রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
১ জুন, বৃহস্পতিবার বিকেলে বাজেট প্রতিক্রিয়ায় তিনি বিবার্তাকে এ কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, গোটা বিশ্বে করোনাকালীন মহাদুর্যোগ এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীজুড়ে অর্থনৈতিক মন্দা চলছে। এই ভয়াবহ মন্দার সময়ে ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে আসন্ন অর্থবছরের বাজেট উপস্থাপন হয়েছে। দেশের অর্থনীতির চাকা উর্দ্ধমূখী রাখার জন্য, প্রবৃদ্ধির হার বৃদ্ধি এবং তা ধরে রাখার জন্য বাজেট দেয়া হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করি এই বাজেট দুর্যোগ কাটিয়ে উঠে আমাদের অর্থনীতির চাকা ঊর্ধ্বমূখী রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
বিবার্তা/সোহেল/রোমেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]